­
Confusing question answer (ব্যাখ্যাসহ) | মনিপুর জোন

Confusing question answer (ব্যাখ্যাসহ)

→ Confusing প্রশ্ন ও Correct Answer:(ব্যাখ্যাসহ)
পর্ব তৃতীয়ঃ
.
২৯। আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয়?
— সিলভার বা রুপা না পারদ বা মারকারি ?
উত্তর > আগে পারদ বা মারকারি ব্যবহৃত হত এখন সিলভার বা রুপা ।
৩০। ছোট কাটরা মসজিদ কে নির্মাণ করেন? মীর মুরাদ না শায়েস্তা খান ?
= শায়েস্তা খান ।
৩১। জোয়ারের পানিতে সুন্দরবন দিনে কতবার প্লাবিত হয়?- ১/২/৩?
= ২বার
৩২। ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি ? ৬০ না ৮১টি ?
= ৮১টি। ৭৭ টি গম্বুজ + ৪মিনারের ৪টি।
৩৩। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
= পাট । দ্বিতীয় > আলু ( সম্প্রতি ঘোষিত ।
৩৪। বাংলাদেশে বসবাসকারী মাতৃতান্ত্রিক উপজাতি কয়টি? ২টি/ ৩টি?
= ২টি । গারো ও খাসিয়া
৩৫। পদাবলীর আদি কবি কে?
ক) চন্ডীদাস (ওরাকল গাইড, পৃঃ ১৬) – ভাষার উল্লেখ না থাকলে এটাই সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে।
খ) বিদ্যাপতি (ওরাকল গাইড,
৩৬. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে? শ্রীকান্ত/ইন্দ্রনাথ?
= ইন্দ্রনাথ
৩৭. বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল কোনটি?
ক) কেরু এন্ড কোম্পানী (ভুল)
খ) জয়পুরহাট চিনিকল (সঠিক, সূত্র bsfic ওয়েববসাইট)
৩৮। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এডভোকেট কততম রাষ্ট্রপতি?
ক) ১৬ তম (অস্থায়ী/ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাদ দিলে ১৬ তম হবে, Wikipedia)
খ) ২০ তম (সঠিক উত্তর)
৩৯। বাংলাদেশের একমাত্র কৃত্তিম ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত?
ক) কক্সবাজার চকোরিয়ায় (সঠিক, ) তবে সম্প্রতি ভোলাতেও কৃত্রিম ম্যানগ্রোভ বন রয়েছে।
খ) নোয়াখালী (ভুল, প্রফেসর’স বিসিএস প্রিলি বাংলাদেশ, )
৪০। চর্যাপদ কে অনুবাদ করেন ?
= চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। 1938 সালে ড. প্রবোধচন্দ্র বাগচী এ অনুবাদ আবিষ্কার করেন।
৪১। বাংলা একাডেমির ত্রৈমাসিক পত্রিকা কোনটি ?
= বাংলা একাডেমী পত্রিকা (ত্রৈমাসিক) । উত্তরাধিকার (মাসিক)।
৪২। মঙ্গলকাব্যের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? মনসা / চণ্ডীমঙ্গল ?
= চণ্ডীমঙ্গল
.
৪৩। বাউল গান কিসের সাথে সম্পর্কিত ?মরমী না আধ্যাত্মবাদ ?
= আধ্যাত্মবাদ
.
৪৪. আসল হীরা চেনার উপায় কি?
ক) এর ভেতর দিয়ে রঞ্জনরশ্মি যেতে পারে না (ভুলঃ ওরাকল গাইড, )।
খ) এর ভেতর দিয়ে রঞ্জনরশ্মি যেতে পারে (সঠিক. )
.
৪৫. সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্রের নাম কি?
ক) সেক্সট্যান্ট (ভুলঃ ওরাকল গাইড, )।
খ) ক্রনোমিটার (সঠিকঃ অষ্টম স্রেণী – সাধারণ
বিজ্ঞান,)
.
৪৬. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
ক) আলট্রা ভায়োলেট রশ্মি (সঠিক, মাধ্যমিক জীববিজ্ঞান, নবম-দশম শ্রেনী, )
খ) গামা রশ্মি (আল্ট্রাভায়োলেট রশ্মির চেয়ে গামা রশ্মি শক্তিশালী হলেও দৈনন্দিন জীবনে গামা রশ্মির উপস্থিতি কম)
.
৪৭. কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান, ঘরবাড়ি ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না?
(ক) নাপাম বোমা (ভুলঃ BCS পিডিয়া,
(খ) হাইড্রোজেন বোমা
(গ) নিউট্রন বোমা (সঠিকঃ Microsoft Encarta Dictionary)
(ঘ) আণবিক বোমা
৪৮,.একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা –
ক) হ্রাস পাবে
খ) অপরিবর্তিত থাকবে (ভুলঃ
গ) গ্রীষ্মকাল হলে হ্রাস পাবে
ঘ) বৃদ্ধি পায় (সঠিক)
৪৯.কোন খাদ্যে প্রোটিন বেশী?
ক) গরুর গোস্ত ( ভুল ওরাকল প্রিলিমিনারি বিজ্ঞান ও প্রযুক্তি)
খ) মসুর ডাল ( সঠিক উত্তর )
৫০.কোন জাতীয় খাদ্য দেহে সর্বাধিক শক্তি যোগায়?
ক) স্নেহ/চর্বি (সঠিক;, )
খ) শর্করা (ভুল;
৫১. কোন এনজাইমটি প্রোটিন পরিপাকের জন্য প্রয়োজনীয়?
ক) লাইপেজ (ভুল; )
খ) পেপটাইডেজ (সঠিক)
.
৫২.কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে কম?
ক) বায়বীয় পদার্থে (??, ওরাকল বিসিএস প্রিলিমিনারি বিজ্ঞান ও প্রযুক্তি, )
খ) শূণ্যতায় (??, ব্যাখ্যাঃ শূণ্য মাধমে শব্দ চলাচল করেতে পারেনা অর্থাৎ গতিবেগ শূণ্য। সাধারণভাবে শব্দের বেগ কঠিন মাধমে সবচেয়ে বেশি, তরল মাধমে তার চেয়ে কম, বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম; অষ্টম শ্রেণী-সাধারণ বিজ্ঞান,
.
৫৩. বাংলা সাহিত্য র ১ম মুদ্রিত গ্রন্থ কথোপকথন / রাজা প্রতাপাদিত্য চরিত্র?
=কথোপকথন
৫৪. বাংলাদেশে সরকার ঘোষিত প্রাকৃতিক দূর্যোগ বর্তমানে কয়টি? ১৩/১৪।
= ১৩
৫৫.সুন্দরবনের মোট আয়তনের কতভাগ স্থলভূমি?৩০%/ ৭০%/ ৫১%
= ৭০%
৫৬.যে দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে- সৌদি আরব নাকি যুক্তরাষ্ট্র থেকে
সঠিক উত্তর- যুক্তরাষ্ট্র থেকে
ব্যাখ্যা- রেমিটেন্স বা প্রবাসী আয় বেশি আসে- সৌদি আরব থেকে আর ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা আয় বেশি হয়- মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
৫৭. দেশের বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র- ২৭ টি নাকি ২৮ টি
সঠিক উত্তর- ২৭ টি ( অর্থনৈতিক সমীক্ষা -২০১৮)
ব্যাখ্যা- দেশের ২৭ তম গ্যাসক্ষেত্র -মোবারকপুর, পাবনা ( আবিষ্কার ফেব্রুয়ারী ২০১৭) এবং দেশের সর্বশেষ আবিস্কৃত ২৮ তম গ্যাসক্ষেত্র- শাহবাজপুর, ভোলা ( ২৩ অক্টোবর ২০১৭ মন্ত্রিপরিষদ সচিব আনুষ্ঠানিক ঘোষণা দেন)। তবে – অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুসারে ২৬
লিখার বিষয়:




2 comments:

বিঃ দ্রঃ যেহেতু এটি শিক্ষিত সমাজের ছাত্র ছাত্রীদের একটি কমিউনিটি । তাই কোনো বাজে বা তিরস্কার সুচক মন্তব্য আশা করা যায় না।
যেকোনো অনাকাঙ্ক্ষিত মন্তব্যকারীকে অনতিবিলম্বে স্থায়ীভাবে কমিউনিটি থেকে সরিয়ে দেওয়া হবে।