­
হাঁসতে চাই মজার জোকস | মনিপুর জোন

হাঁসতে চাই মজার জোকস

জোকস

ঢাকা থেকে ইন্সপেক্টার এসেছে গ্রামের একটা স্কুল পরিদর্শনে....অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন, ক্লাস শিক্ষক দাঁড়িয়ে গেলেন।
পরিদর্শক: - আমাদের দেশের রাষ্ট্রপতি কে..?
ছাত্র: শেখ হাসিনা, স্যার।
পরিদর্শক: আমি তোমাকে জিজ্ঞাসা করছি প্রেসিডেন্ট কে?
ছাত্র: ফেসিডেন্ট, খালেদা জিয়া, চার।
পরিদর্শক: তুমি ক্লাস এইটে উঠলা কেমনে?? আমি তোমার নাম কেটে দিবো।
ছাত্র: আমারতো স্কুলের খাতায় নামই নাই, আফনি কাটবেন কি??
পরিদর্শক: তার মানে?
ছাত্র: আমি স্কুলের মাঠে ছাগল নিয়ে আইছিলাম, স্যারে কইলো, তোরে বিশ টিয়া দিমু, তুই ক্লাসে বইবি।
পরিদর্শক (খুব রেগে): ছি: মাস্টার সাহেব, আপনাদের লজ্জা করে না, শিক্ষা নিয়ে ব্যাবসা, আমি আপনার চাকুরী খেয়ে ফেলবো।
ক্লাস শিক্ষক: কাকে ভয় দেখান, আমি মাস্টার না, সামনে মুদি দোকানটা আমার, মাস্টার সাহেব আমারে কইলো শহর থেকে এক বেঠা অইবো,
আমি একটু হাটে গেলাম, তুই একটু ক্লাস ঘরে বইয়া থাকবি।
পরিদর্শক (ভীষণ রেগে গেলেন হেড স্যারের রুমে): আপনি হেড স্যার?
প্রধান শিক্ষক: জ্বী, কোন সমস্যা??
পরিদর্শক: আপনাদের লজ্জা করে না, নকল ছাত্র-শিক্ষক দিয়ে ক্লাস চালান।।
প্রধান শিক্ষক: দেখুন আমার মামা এই স্কুলের হেড স্যার
;">, উনি জমি বেচা-কেনার দালালি করেন, কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন, আমারে কইলো ইন্সপেক্টার আইলে তার হাতে এই এক হাজার টাকার বান্ডেলটা দিয়া দিস .....
পরিদর্শক: এই যাত্রায় আপনারাও বেঁচে গেলেন, আসলে আমার মামা ইন্সপেক্টার, ঠিকাদারির কাজ ও করেন, টেন্ডার সাবমিট করতে সিটি কর্পোরেশনে গেছেন, আমাকে বললো তুই আমার হয়ে পরিদর্শন করে আয়

দুই পাগলের কথোপকথন:
১ম পাগল:আচ্ছা কম্পিউটার চালু করে কেমনে?
২য় পাগল:তুই জানিস না!!!
১ম:না
২য়: হাহাহাহাহা....এইজন্য মানুষ তোরে পাগল বলে -
২য় পাগল: যা মোবাইল এর রিমোট টা নিয়ে আয় আমি চালু কইরা দিতাছি ।

গার্লফ্রেন্ডঃ আমাকে  বিয়ে কর...
বল্টুঃ হঠাৎ বিয়ের কথা বলছ কেন...?
গার্লফ্রেন্ডঃ আমি প্রেগন্যান্ট
বল্টুঃ তুমি কি শিওর যে বাচ্চাটা আমার...?
একথা শুনার পর গার্লফ্রেন্ড কাঁদতে শুরু করল।
বল্টুঃ কাঁদছ কেন..?
গার্লফ্রেন্ডঃ তোমরা সবাই এক কথা বললে আমি কার কাছে যাব?

আবুল ইংরেজীতে পুরাই কাচাঁ।
বহু কষ্টে "My Friend" রচনা মূখস্ত করতে না পেরে পরীক্ষার হলে নকল নিয়ে গেল। কিন্তু পরীক্ষায় আসলো "My father" রচনা।এটা দেখে সে ঠিক করল রচনা তো রচনাই। "friend" এর জায়গাই "father" লাগাইয়া দিলেই হবে। যেই ভাবা সেই কাজ,তাই সে লেখা শুরু করলঃ

"I'm very Fatherly person.I have lots of fathers.Some of my fathers are male and some are female.My True Father is my Neighbour"
লিখার বিষয়:




2 comments:

বিঃ দ্রঃ যেহেতু এটি শিক্ষিত সমাজের ছাত্র ছাত্রীদের একটি কমিউনিটি । তাই কোনো বাজে বা তিরস্কার সুচক মন্তব্য আশা করা যায় না।
যেকোনো অনাকাঙ্ক্ষিত মন্তব্যকারীকে অনতিবিলম্বে স্থায়ীভাবে কমিউনিটি থেকে সরিয়ে দেওয়া হবে।